Facebook Post link: https://www.facebook.com/share/p/1BbnEkXze6/
আমার স্টারলিংক জার্নি
প্রি-বুক করেছিলাম: ১৮ আগস্ট ২০২৩, দুপুর ১২:৪৪
অর্ডার কনফার্ম করার নোটিফিকেশন পাই: ২০ মে ২০২৫, সকাল ৬:২৩
পেমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম: ২০ মে ২০২৫, সকাল ৯:৪৫
অর্ডার প্রসেসড: ২০ মে ২০২৫, রাত ৭:০৯
শিপমেন্ট ছাড়া হয়: ২১ মে ২০২৫, ভোর ৪:৪৫
ঢাকা পৌঁছায়: ২৪ মে ২০২৫, সকাল ৯:১৭
কাস্টমস ক্লিয়ার হয়: ২৯ মে ২০২৫, বিকাল ৫:৫০
DHL ঢাকা অফিস থেকে কালেক্ট: ৩০ মে ২০২৫, দুপুর ২:১৭
স্টারলিংক এসেছে এই রুটে:
AUSTIN – Texas – USA ➡️ CINCINNATI HUB – Ohio – USA ➡️ LEIPZIG – GERMANY ➡️ BANGKOK – THAILAND ➡️ DHAKA – BANGLADESH
খরচাপাতি:
Starlink Standard Kit: ৪৭,০০০ টাকা
Standard Wall Mount: ৫,৯০০ টাকা
শিপিং: ২,৮০০ টাকা
মোট: ৫৫,৭০০ টাকা
কেন কিনলাম?
আমি কেরানীগঞ্জ থাকি। এখানে শুধু একটা ISP নেট লাইন দেয়। সেই লাইনও ঝামেলা করেই, কখনও ক্যাবল ছিঁড়ে যায়, কখনও সার্ভার ইস্যু। মোবাইল নেটওয়ার্কও ভালো না, লং টার্ম ডাটা প্যাক রাখলেও ISP ডাউন থাকলে ঠিকমত চলে না। তাই ভাবলাম, ভালো একটা রিলায়েবল সার্ভিস দরকার। আমার জন্য স্টারলিংকই বেস্ট অপশন মনে হলো।
একটু আমার পরিচয় দেই!
আমি একটা মালয়েশিয়াভিত্তিক পেমেন্ট গেটওয়ে কোম্পানি MobyPay—এর টেক লিড (মানে টেকনিক্যাল ম্যানেজারও বলতে পারেন)। বাসা থেকেই কাজ করি, অফিসে যেতে হয় না। বাংলাদেশি রিমোট টিম ম্যানেজ করি। মাঝে মাঝে অনলাইনে টেকনিক্যাল সেশনও নেই। তো, আমার জন্য নিরবিচ্ছিন্ন ইন্টারনেট মাস্ট!
ডেলিভারি প্রসেস কেমন ছিল?
একদম স্মুথ! Starlink আর DHL দুই দিক থেকেই ইমেইল আপডেট পাচ্ছিলাম (ট্র্যাকিং পেজ থেকে নোটিফিকেশন এনাবল করেছিলাম)। DHL কাস্টমার কেয়ারে অনেকবার ফোনও করছিলাম, তারা অনেক হেল্পফুল ছিল।
ইন্সটলেশন:
দ্বিতীয় তলার ছাদে বসিয়েছি, প্রায় ২২ ফুট ওপরে। ইচ্ছা করেই ছাদের সবচেয়ে উঁচু জায়গায় দেই নাই—বজ্রপাত থেকে একটু বাঁচার জন্য। ড্রিল মেশিন ছিল না, তাই লোকাল ইলেকট্রিশিয়ানকে দিয়ে ছাদের পাশে দুইটা হোল করাই। পরে নিজেই Dish বসাই, কারণ এখানে স্টারলিংক নিয়ে কেউ এক্সপার্ট না। ইন্সটল করার আগে ইউটিউব আর স্টারলিংকের অফিসিয়াল গাইড দেখে নিয়েছিলাম, ওখানে একদম ক্লিয়ার ভাবে সব ভিডিও করে দেখানো আছে। তার টানিয়ে রুমে এনে রাউটার কানেক্ট করলাম। বেসিক, SSID (মানে Wifi নাম) আর পাসওয়ার্ড সেট করলেই ইন্টারনেট চালু। ডিশ যদি সোজা না থাকে, স্টারলিংক অ্যাপে নোটিফিকেশন দিয়ে বলে কোন দিকে সরাতে হবে। আরেকটা কথা, ইন্সটলেশনের জন্য Starlink অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ থেকেই সব কাজ করা যায়। এবং ইন্টারনেট চালু করার সাথে সাথে প্রথম মাসের বিলও কেটে নিবে কার্ড থেকে। আমার প্যাকেজ ছিল রেসিডেনশিয়াল, মাসিক ৬,০০০ টাকা।
ইউজার এক্সপেরিয়েন্স:
এখন পর্যন্ত ৫ দিন ইউজ করছি। স্পিড এক কথায় দারুণ! ভিডিও কনফারেন্স কয়েকটা করেছি—একটুও ল্যাগ/বাফার নাই। ম্যাক্স ডাউনলোড পাইছি ৪৫০ Mbps, আপলোড ৪৫ Mbps। লেটেন্সি গড়ে ৮০ms, সিঙ্গাপুর সার্ভারে।
বিজনেস ইউজ করা যাবে?
অনেকে এই প্রশ্ন করেছে। আসলে, টেকনিক্যালি রাউটার এক্সটেনশন লাগিয়ে Wired/ফাইবার নেটওয়ার্ক তৈরি করে ব্যান্ডউইথ শেয়ার করা যায়। কিন্তু Starlink-এর Fair Use Policy-তে এটা এলাউড না। বেশি ইউজ করলে অ্যাকাউন্ট ব্যান হতে পারে।
আমার লোকাল ISP অনেক ভালো স্পিড দেয়, স্টারলিংক ফালতু, হুদাই এত টাকা কেনো দিবো আমি?
এটা অনেকেরই প্রশ্ন। আসলে, Starlink-এর স্পিড অনেক ভালো, কিন্তু লোকাল ISP-র তুলনায় লেটেন্সি বেশি। তাই গেমিং বা রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলোতে সমস্যা হতে পারে। কিন্তু আমার কাজের জন্য, যেখানে রিলায়েবিলিটি আর কভারেজ বেশি গুরুত্বপূর্ণ, সেখানে Starlink-ই বেস্ট অপশন। আপনাকে মনে রাখতে হবে, Starlink মূলত রিমোট এরিয়ার জন্য ডিজাইন করা হয়েছে। যেখানে লোকাল ISP-র সার্ভিস নেই বা unreliable। তাই, যদি আপনার লোকাল ISP ভালো সার্ভিস দেয়, তাহলে Starlink নাও নিতে পারেন। কিন্তু আমার মতো যারা রিমোট এরিয়াতে থাকেন, তাদের জন্য Starlink অনেক উপকারী। আর স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা হলো, এটা পৃথিবীর যেকোনো প্রান্তে কাজ করে। তাই, আমি যেখানে থাকি, সেখানে Starlink-এর সিগন্যাল পাওয়া যায়। স্যাটেলাইট-এ যেহেতু আপনার ডাটা সরাসরি সাবমেরিন কেবল বা ফাইবার অপটিকের মাধ্যমে ট্রান্সমিট হয় না, তাই লেটেন্সি বেশি।
আমি কিভাবে ইউজ করবো?
Starlink-কে প্রাইমারি রাখবো, ISP থাকবে সেকেন্ডারি। দরকারি সেটআপের জন্য MikroTik রাউটার ইউজ করছি। Access Point হিসেবে TP-Link Deco ব্যবহার করবো।
Details: https://notes.sohag.pro/starlink-isp-failover-setup
আমি কোন ডিভাইসগুলো ইউজ করছি আমার নেটওয়ার্ক তৈরিতে?
- MikroTik Hex S RB760iGS 5X গিগাবিট ইথারনেট রাউটার
- TP-Link Deco M4 AC1200 Dual-Band Mesh (১টা)
- TP-Link Deco E4 AC1200 Dual-Band Mesh (২টা)
এভাবেই চলছে আমার Starlink লাইফ!
Any questions? Feel free to knock!