আশাকরি সবাই ভালো আছো। আজকে আমরা দেখবো কিভাবে কোড ব্লকস সফটওয়্যার এর মাধমে বেসিক হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখা যায়।
যারা মোবাইলে প্রাকটিস করতে চাইছো তারা এই পোস্টটি দেখতে পারো : স্মার্টফোনে প্রোগ্রামিং
আর যাদের কম্পিউটারে এখনো কোড ব্লকস ইনস্টল করা হয়নি তারা এই পোস্ট টি দেখে ইনস্টল করে ফেলো : সি প্রোগ্রামিংয়ের জন্য কম্পিউটার প্রস্তুত করন [Code::Blocks Install]
চলো শুরু করি, কোড ব্লকস
এখন কোড ব্লকস চালু করে ফেলো। মেইন ইন্টারফেস নিচের ছবির মতো হবে।

এখন একটি নতুন ফাইল নাও। File > New > Empty File . শর্টকাট Ctrl + Shift + N অর্থাৎ কন্ট্রোল শিফট ও N বাটন একসাথে চাপ দাও। নিচের ছবির মতো উইন্ডো আসবে।


এখন নিউ ফাইল টা সেভ করো। উপরের ছবির মতো করতে পারো অথবা কন্ট্রোল ও S বাটন একসাথে চাপ দাও। নিচের ছবির মতো উইন্ডো আসবে।

কোথায় সেভ করবো? আমি ডেস্কটপ এ সেভ করলাম। নাম দিলাম helloworld.c এখন নিচের প্রোগ্রাম টি কপি করে নিয়ে কোড ব্লকসে পেস্ট করো।
#include <stdio.h>
int main()
{
// printf() displays the string inside quotation
printf("Hello, World!");
}

দেখতে এই রকম হবে। এখন আবার সেভ করো কন্ট্রোল + S [Ctrl + S ] এখন আমাদের প্রোগ্রাম চালু করে দেখার পালা। Build and Run বাটনে ক্লিক করো। ওহ বাটন খুঁজে পাচ্ছ না ? এইযে নিচে দেখো।

একদম উপরের দিকে এই বাটন পাবে। এবার কিছুক্ষন অপেক্ষা করো। একটা কালো উইন্ডো ওপেন হবে। নিচের মতো। আর printf() এর ভেতরে যা ছিল তা দেখাবে। নিচের ছবির মতো।

ফাইনালি তুমি জেনে গেলে কিভাবে প্রোগ্রাম রান করতে হয় কম্পিউটারে। এখন শুধু কোড এডিট করে নতুন কোড লিখবে আর সেভ করে চালিয়ে দেখবে।
কিছু বেসিক প্রোগ্রাম পাবে এই লিংকে
1 Comment