তোমার মাথায় কি এই প্রশ্ন ঘুরছে? যে আমার কম্পিউটার নেই কিভাবে প্রোগামিং শিখবো? তাহলে এই পোস্ট টি তোমার জন্য।
স্মার্টফোনে প্রোগ্রামিং
Shuvo The Coder
আজকে আমি আলোচনা করবো একটি এন্ড্রয়েড এপ নিয়ে যা দিয়ে তুমি নিজের অথবা বাসার এন্ড্রয়েড ফোনে প্রোগ্রামিং প্রাকটিস করতে পারবে। বেশি কথা না বলে চলো শুরু করা যাক।
এপটির নাম হলো CppDroid তবে C4DROID লিখে প্লেস্টোরে সার্চ দিলেও পাওয়া যাবে। ইন্সটল করে নেওয়া তো একদম ই সহজ। জাস্ট ইনস্টল এ ক্লিক করো। 😉
এখন এপটি প্রথমবার চালু করার সময় একটু সময় লাগবে। কিছু লাইব্রেরি ফাইল ডাউনলোড করবে। একটু পরেই কোড লেখার ইন্টারফেস চলে আসবে। এখন প্রথমে চলো একটি টেস্ট প্রোগ্রাম লিখে ফেলি। কেমন কাজ করে একটু পরীক্ষা আরকি। নিচের কোডটা ঝটপট লিখে ফেলো।
#include <stdio.h>
int main(){
printf("Hello World!");
}

এখন সেভ করো কোনো একটা ফোল্ডারে। যেকোনো একটা নাম দিয়ে। ধরো আমরা নাম দিলাম first.c । এইখানে ফার্স্ট হলো নাম আর ডট সি হলো ফাইল টাইপ। সি দ্বারা বোঝা যাচ্ছে এটি সি প্রোগ্রামিং এর কোনো ফাইল। এখন বিল্ড করো। দেখো সেভ আর প্লে বাটন এর মাঝে একটা বাটন আছে। বিদ্যুৎ এর আইকন এর মতো। এইটা হলো বিল্ড বাটন CppDroid এপ এ। কম্পিউটারে সি প্রোগ্রামিং করলেও তোমাকে প্রথমে প্রোগ্রাম বিল্ড করে নিতে হবে। তারপর পোগ্রাম রান করতে হবে। অনেক ক্ষেত্রে বিল্ড এন্ড রান নাম এ একটা বাটন থাকতে পারে। এখন রান বা প্লে বাটন এ প্রেস করো। নিচের মতো স্ক্রিন আসবে।

কংগ্রাচুলেশন্স তুমি প্রোগ্রামার হয়ে গেছো।😉 আর যদি প্রোগ্রাম রান না করে থাকে তাহলে তোমার প্রোগ্রাম এর কোড এর স্ক্রিনশট অথবা কপি আমাদের পেজ এ পাঠাও। আমরা হেল্প করার চেষ্টা করবো।
আমাদের পেজ fb.me/ShuvoTheCoder
আমাদের ইউটিউব চ্যানেল Shuvo The Coder
এটাই কি প্রোগ্রামিং এর প্রথম ধাপ? প্রোগ্রামার হতে গেলে কি কি জানা থাকতে হয়? প্রোগ্রামিং এর কোডগুলো কীভাবে লিখতে হয়? এর কি কোনো ধরাবাঁধা নিয়ম আছে? আশা করি উত্তর গুলি পেয়ে যাব😊
ধন্যবাদ সাদেক উজ্জামান।
আসলে প্রোগ্রামিং অনেক ব্যাপক একটা জিনিস। প্রোগ্রামার হতে হলে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পারদর্শী হতে হয়। তবে তুমি কোনো একটি প্রোগ্রামিং এ পারদর্শী হলে অন্য গুলোও সহজেই করতে পারবে। এক একটা ল্যাঙ্গুয়েজ এর এক এক ধরণের গঠন থাকে। যেমন চিঠি ও দরখাস্তের লেখার ধরণ ও প্রয়োগ ক্ষেত্র আলাদা , ঠিক তেমনটি। তুমি কোনো ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখলে তার গঠন ঠিক রেখে লিখতে হবে। একটি সেমী কোলন ও মিস করা যাবে না। আশাকরি উত্তর পেয়েছো।
ভালো লাগলো কথা গুলো।
Best of luck
ধন্যবাদ
ধন্যবাত